
—ছবি সংগৃহিত
আমতলীর গাজীপুর বন্দর থেকে বরগুনা ডিবি পুলিশ পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত আমিরুল আঠারোগাছিয়া ইউনিয়নের মস্তফা মাতুব্বরের ছেলে। বুধবার দুপুরে আমিরুলকে হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায় আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের মস্তফা মাতুব্বরের ছেলে মো. আমিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ আমিরুলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার ঘরে অভিযান চালিয়ে ৫কেজি ১০০গ্রাম উদ্ধার করে ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে আমিরুলের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।