
—ছবি মুক্ত প্রভাত
অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুড়িগ্রামের চিলমারী উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম ওরফে আনেছ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান। গ্রেফতারকৃত আনেছ রমনা মডেল ইউনিয়নের মুদাফৎথানা বেলেরভিটা এলাকার মৃত আলহাজ্ব রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী ও অর্থ যোগানদাতা আনেছকে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খান বলেন, আসামিকে গ্রেফতার করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই পর্যন্ত এ উপজেলায় ৮ জনকে গ্রেফতার করা হয়।