
সালাহ উদ্দিন আহমেদ
আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। কক্সবাজার জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ দুর্নীতির মাধ্যমে গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের মুসলিম লীগ যেভাবে ধ্বংস হয়েছে আওয়ামীলীগ ও সেভাবে হয়ে যাচ্ছে। আওয়ামীলীগ রাজনীতিতে আর ফিরতে পারবেন না।
তিনি আরো বলেন, বর্তামান সরকারকে সংস্কার সংস্কার বলে কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার জন্য অনুরোধ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণার মধ্যে রাষ্ট্র মেরামতের কথা উল্লেখ আছে, সুতরাং সংস্কারের নামে অন্য কিছু করলে দেশের জনগণ মেনে নেবে না।
তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির কথা বলার জন্য অনুরোধ করেন। তিনি সরকারকে লবণ চাষীদের লবণের ন্যায্য মূল্য বাড়ানোর অনুরোধ করেন। বাইরে থেকে লবণ আমদানি করলে লবণ চাষীরা লবণ উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নেবে।
রবিবার(১৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টার কক্সবাজার বাহারছাড়া মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য
মাহফুজুল্লাহ মোহাম্মদ আলমগ, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি এনামুল হক,সহ-সভাপতি মমতাজ উদ্দিন,সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী প্রমুখ।