
—ছবি লেখকের
হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো সর্ম্পকে আমাদের প্রাথমিক ধারনা রাখতে হবে। প্রাথমিক উপসর্গগুলো দেখে সাবধানতা অবলম্বন করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণায় বলা হয়েছে, চিকিৎসা পেতে এক ঘণ্টা দেরির জন্য মৃত্যুর হার বেড়ে যায় ১০ শতাংশ। এটি মেডিকেল ইমার্জেন্সি।
প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য:
উদ্দেশ্য হলো ব্যথাটাকে যথাসম্ভব কমানো এবং সম্ভব হলে দ্রুত ইসিজি করে রোগ নির্ণয় করা। এর আরো একটি কারণ হলো, যত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাবে যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে। আর যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, তত তাড়াতাড়ি হার্টের একটি বড় অংশ বাঁচানো সম্ভব হবে।
✪ এই সময়ে আমাদের করণীয় কী?
*ঠান্ড মাথায় রোগীকে ম্যানেজ করতে হবে।এই সময় ভয় পেলে চলবেনা। তাৎক্ষণিক-ভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্হা করতে হবে।
*অ্যাম্বুুলেস বা ডাক্তার আসার আগে প্রথমে রোগীকে রিল্যাক্সড অবস্থায় রাখতে হবে এবং রোগীর যদি অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে তবে অ্যসপিরিন ৩০০ গ্রাম চিবিয়ে - চুষে খাওয়াতে পারলে রোগের তীব্রতা অনেকটাই সামলানো যাবে।
* হার্ট অ্যাটাকের পরপরই রোগীকে শক্ত জায়গায় হাত-পা ছড়িয়ে শুইয়ে গায়ের জামা-কাপড় ঢিলেঢালা করে দিতে হবে।
* হার্ট অ্যাটাকের পর রোগীর যদি বমি আসে তাহলে তাকে একদিকে কাত করে দিতে হবে। বমি হলে যাতে তা শ্বাসনালিতে চলে না যায়, সেদিকে খেয়াল রাখাতে হবে।
*ক্রমাগত - শ্বাস, পালস রেট ও রোগী কেমন সাড়া দিচ্ছে তা চেক করতে হবে তাছাড়াও হার্ট অ্যাটাকের এর প্রাথমিক চিকিৎসা হিসেবে ঘন ঘন কাশি দিতে হবে যেন কাশির সঙ্গে কফ বের হয়ে আসে । রোগীর নিঃশ্বাস নিতে অসুবিধা হলে ত পর্যাপ্ত বাতাস প্রবেশের ব্যবস্থা করতে হবে।
*রোগী সাড়া না দিলে কিংবা নিশ্বাস না নিলে দুই হাত দিয়ে রোগীকে সিপিআর (কার্ডিয়াক পালমোনারি রিসাসসিটেশন) দিতে হবে। তবে সিপিআর পদ্ধতি কেবল হৃৎপিন্ড কাজ করা বন্ধ করলেই প্রয়োগ করতে হবে। যদি আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তার কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালুর চেষ্টা করতে হবে।
*রোগীকে যত দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে, দ্রুত ইসিজি ও রক্ত পরীক্ষা করে হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত হতে হবে।
আসুন, সচেতন হই। হৃদরোগের ঝুঁকি কমাই।
ডা : মো : সাইফুল ইসলাম
এম.ডি -কার্ডিওলজী
হৃদরোগ বিশেষজ্ঞ , কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নতুন ভবন -১
রুম নং-৮২০
রাজশাহী।
যোগাযোগ -০১৭৪১৬২২১৭