
-ছবি মুক্ত প্রভাত
ডেভিল হাট চলমান অপারশন আবু সাঈদ হত্যা মামলার আসামি বগম রাকয়া বিশ্ব বিদ্যালয়র ছাত্রলীগ নতা ইমরান চধুরী আকাশক গ্রফতার করছ জামালপুরর ইসলামপুর থানা পুলিশ।
শনিবার (১৫ ফব্রুয়ারি) রাত ইসলামপুর উপজলার সদর ইউনিয়নর গঙ্গাপাড়া নিজ বাড়ী থক তাক গ্রফতার কর।
গ্রফতার ইমরান চধুরী আকাশ বরাবি ছাত্রলীগর যুগ্ম- সাধারণ সম্পাদক ও শখ রাসল শিশু কিশার ক্রীড়া চক্রর সভাপতি এবং ইসলামপুর উপজলা ছাত্রলীগর সদস্য। তিনি ইসলামপুরর গঙ্গাপাড়া এলাকার শাহন শাহ চধুরী শাহিনর পুত্র।
পুলিশ জানায়, ডভিল হাট অপারশনর অংশ হিসব গাপন সংবাদর ভিত্তিত অভিযান চালিয় তাক গ্রফতার করা হয়ছ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানর পর তিনি আতগাপন ছিলন। স আবু সাঈদ হত্যা মামলার আসামি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চধুরী আকাশর বিরুদ্ধ ইসলামপুর থানার সন্ত্রাসী বিরাধী আইন মামলায় তাক আদালত পাঠানা হয়ছ।
এছাড়াও ইসলামপুর পর আওয়ামী লীগর কাষাধ্যক্ষ চদন গায়ালা ও উপজলা ছাত্রলীগর যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শাভনক অভিযান চালিয় গ্রফতার কর আদালত প্ররণ করা হয়ছে।