
-ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে একপক্ষের ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসমাউল হক।
ছররা গুলিতে আহতরা হলেন — কমদকুড়ি গ্রামের মান্নানের ছেলে মো. ফরিদ, আবুল হোসেনের ছেলে ইব্রাহিম আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুদ রানা সহ আরও ৩-৪ জন। তারা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত ইব্রাহিম বলেন, আমাদের এলাকার বিএনপি কর্মী মানিক, রতন, রহিদুল সহ অনেকে আমাদের পৈতৃক জমি জবরদখল করতে চায়। আমরা এগুলোর বাধা দিতে গেলে তারা হুমকি ধামকি দেয়।
আজকের সন্ধ্যার পরে বাজার থেকে আমরা আসার সময় ওরা আমাদের উপর আক্রমণ করে। সামনাসামনি হলে কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাদেরকে গুলি করে। আমাদের অনেকের গুলি লাগে। কোন মতে পরে গিয়ে পালিয়ে জীবন বাঁচিয়েছি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসমাউল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি (সেচ) দেয়াকে কেন্দ্র করেই আজ সন্ধ্যার পরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের ৬ জন আহত হয়। আহতের ভেতর কয়েকজনকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি।