
—ছবি মুক্ত প্রভাত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থী হলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। তিনি গংগাচড়া ও রংপুর সিটি করপোরেশনের আংশিক এলাকা নিয়ে গঠিত রংপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। জামায়াতের এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।