
—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় গণসংহতি আন্দোলনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাঁথিয়া প্রেস ক্লাব হলরুমে এ কর্মীসভায় মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও পাবনা জেলা আহবায়ক জুলহাস নাইন বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক মজুরসংহতির অর্থসম্পাদক ও বেড়া পৌর আহবায়ক আলিমুল কবির , গণসংহতি আন্দোলন জেলা যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন, গণসংহতি আন্দোলন বেড়া পৌর সদস্য সচিব খাইরুজ্জামান প্রমুখ।
কর্মীসভা শেষে সাঁথিয়া উপজেলায় গণসংহতি আন্দোলনের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মো: মুরাদ হোসেনকে আহবায়ক ও সুমন হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।