
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছর বিদ্যালয়টি থেকে ১২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।
ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার রোকাইয়া পারভীন, প্রভাষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাফ আলী, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আল আমিন, সহকারি শিক্ষক আব্দুল মজিদ, মাজেদা খাতুন, ইসরাত জাহান, গৌতম সাহা, জাহাঙ্গীর আলম, নার্গিস পারভিন, বিজয় কুমার সরকার, জাহেদুল ইসলাম, আহসানুল ইসলাম, বিএম ফারুক, আলী আজগর খান, রুবিনা খাতুন,সাজেদা খাতুন, বিদায়ী শিক্ষার্থী ফারজানা আক্তার, সুরাইয়া ইয়াসমিন, শিক্ষার্থী শায়লা সাবরিন, অথৈ সাহা ও উম্মে হাফসা।