
এভাবেই জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে।—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে রাজশাহীর বাগমারার তাহিরপুর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের ব্যহার্য্য শৌচাগারের দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে জাতীয় পতাকা। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার এমন অবমাননায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ।
স্থানীয়রা মুক্ত প্রভাতকে বলেন, ‘জাতীয় পতাকা দেশের মানুষের অহংকার আর গৌরবের প্রতীক। বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে লাল-সবুজের এই পতাকা অর্জিত হয়েছে। জাতীয় পতাকার সবুজ আয়তক্ষেত্র বাংলাদেশের সবুজ প্রকৃতির প্রতীক, আর বৃত্তের লাল রং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের রক্তের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ছে। অথচ সেই জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এখন প্রশ্ন উঠতে এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা কী বাঙালির স্বাধীনতার আর জাতীয় পতাকা সম্পর্কে অজ্ঞ?
সরেজিমনে তাহেরপুর কলেজে গিয়ে দেখা গেছে, কলেজের শিক্ষক-কর্মচারীদের ব্যবহার্য শৌচাগারের ভেতরে গিয়ে দেখা গেছে—েএকটির দরির ওপর ঝুলিয়ে রাখা হয়েছে দেশের জাতীয় পতাকা। বিষয়টি সংবাদকর্মীদের নজরে এলে হৈচৈ শুরু হয়।
প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মুক্ত প্রভাতকে বলেন, ‘আমরা তো স্বাধীনতা শব্দটি ভুলে যেতে বসেছি। আমরা কি সেই লাল-সবুজের পতাকাকে সংরক্ষণ করছি? ইতিহাস ও ঐতিহ্য কি বুকে আগলে রাখছি? আমি একজন নতুন প্রজন্মের নাগরিক হিসেবে মনে করি অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার এই ধরণের অবমাননা মেনে নেওয়া যায়না। জাতীয় পতাকা অবমাননার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
স্থানীয়রা বলেন, তাহেরপুর কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ২ হাজার। শিক্ষক ১০১ ও কর্মচারি ২১ জন রয়েছেন। এখানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জাতীয় পতাকা সংরক্ষণ করতে ব্যার্থ হয়েছেন। জাতীয় পতাকা সংরক্ষণ করতে না পারলে সেই প্রতিষ্ঠানের পাঠদান নিয়েও প্রশ্ন উঠে। তাই ঘটনার তদন্ত করে শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শান্তি বলেন, তিনি নিয়োগের বিষয়ে ঢাকায় অবস্থান করছেন। জাতীয় পতাকার অবমাননার বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের ব্যবস্থা নেবেন তিনি।