
—ছবি সংগৃহিত
পাকিস্তানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়লা খনির শ্রমিক বহনকারী ট্রাকে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় যাওয়ার সময় ট্রাকটিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লেসিভ ডিভাইস (আইডি) আঘাত হানে।
এই হামলার বিষয়ে আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যপীড়িত বেলুজিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠিগুলোর কয়েক দশক ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী লড়াই করে যাচ্ছে।
গত তিন বছর ধরে সীমান্ত অঞ্চলগুলোতে সহিংসতা আরো বেড়েছে।
সেখানকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহারি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হারনাই জেলার এক কয়লা খনির ১০ শ্রমিক ওই হামলায় নিহত হয়েছেন।
হামলার শিকার ট্রাকটি কয়লা খনির শ্রমিকদের বহন করছিল। হতাহতদের বেশিরভাগেই দেশটির উত্ত-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা ও অন্যান্য এলাকার বাসিন্দা।