
—ছবি মুক্ত প্রভাত
শাহাবাগে আন্দোলনে ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। আন্দোলন ভেঙে দিতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের পর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। জলকামান নিক্ষেপ করার পর আন্দোলন কারীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
কয়েকদিন ধরেই চাকরি প্রার্থীরা নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। তখনও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।
আন্দোলনকারীরা বলেন, তারা নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই প্রক্রিয়ায় দুইধাপে সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করেছেন। কিন্তু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এটি বৈষম্য বলে মনে করেন তারা।
এর আগে বুধার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ে‘জাস্টিস ফর টিচার, লং মার্চ টু ঢাকা’ শুরুর ঘোষণা দেন।
নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আসার পর ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয়।
সোমবার পুলিশরে জলকামান নিক্ষেপের পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দল বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না বলে আশ্বস্ত করা হয়। কিন্তু উচ্চব আদালতের আদেশ প্রত্যাহার না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষাণা দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে।