
—ছবি মুক্ত প্রভাত
সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এসময় কনের পিতাকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
খলিষখালী ৯নং ওয়ার্ড ইউপি সদস্য উত্তম কুমার দে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খলিষখালী গ্রামের চা ব্যবসায়ী বাবুলাল দাশের খলিষখালীর প্রিন্সিপাল আক্তারুজ্জান এস এ টি সি কলেজ এইচ এস এস সি ১ম বর্ষে পড়ুয়া ছাত্রী (১৬) সাথে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের কাক্তিক দাশের ছেলে সমর দাশের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে দুপুরে তালা উপজেলার সহকারী ভূমি কমিশনার মাসুদুর রহমানের নেতৃত্বে একটি সেখানে টিম অভিযান চালায়।
এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে কন্যার পিতাকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ১৮বছর পর্যান্ত বিয়ে না দেওয়ার অঙ্গিকারে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা নাজমুন নাহার, খলিষখালী ভূমি অফিসের কর্মকর্তা হেলাল উদ্দীন সহ থানা পুলিশের একটি টিম।