
—ছবি মুক্ত প্রভাত
রাজধানী ঢাকায় অবস্থিত সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে মনোনিত হয়েছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কৃতি সন্তান মো: খাজা মইনুদ্দিন।
তিনি ঢাকা তিতুমির কলেজের ২০১৩/১৪ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। খাজা মইনুদ্দিন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের ফজলুল হকের ছেলে।
গত (৩১ জানুয়ারি) শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অত্র কলেজের নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন খাজা মইনুদ্দিন। বিগত সরকারের দুঃশাসনামলে গণতন্ত্র রক্ষায় বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পেরে সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর খাজা মইনুদ্দিন বলেন, তিতুমীর কলেজ আমার প্রাণের স্পন্দন। ছাত্রদলের কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত।
গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দলের পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। এছাড়াও দল ও জাতির প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামে পূর্বের ন্যায় সক্রিয় ভূমিকা রাখব।