
—ছবি মুক্ত প্রভাত
রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে অধ্যক্ষ মহোদয়কে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর কলেজের ক্যাডেট, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। দ্বিতীয় পর্বে তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও অবদানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর সারোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ প্রফেসর জহুর আলী, নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, এবং রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদীন।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক, এডুকেশন ক্যাডারস কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা স্বাগত বক্তব্য রাখেন। এরপর কলেজ শিক্ষার্থীরা বিদায়ী অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করে। এ সময় কলেজ ম্যাগাজিন ২০২৫ উন্মোচন করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা একজন আদর্শবান, পরিকল্পনাবিদ, গতিশীল শিক্ষাবিদ ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে রাজশাহী সরকারি মহিলা কলেজ এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সংবর্ধিত অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা তাঁর বিদায়ী বক্তব্যে বলেন, কলেজে যোগদানের পর থেকেই তিনি একটি সুপরিকল্পিত রোডম্যাপ তৈরি করেন এবং সেই পরিকল্পনা অনুসারে কলেজকে এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কলেজকে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সব সময় সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পেয়েছেন।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার গুরুত্ব অপরিসীম, আর সেই লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। তাঁর একমাত্র প্রত্যাশা, এই কলেজের শিক্ষার্থীরা তাদের জীবন আলোকিত করবে এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যক্ষ মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং উপস্থিত সকলের আবেগঘন বিদায়ী শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।