
—ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে বিচার করাকে কেন্দ্র করে বিনামিনের সাথে ছাত্রদল নেতা মতিন, আতিকের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইমরুল (৫০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।
বিকেলে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের ঘটনা নিয়ে বিচার করা কে কেন্দ্র করে গতকাল ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ডাঙ্গিসাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী বিনামিন(৩০)এর সাথে ছাত্রদল নেতা মতিন(২০)ও আতিকের(২০) সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে বিনামিন(৩০)ও বিনামিনের ভাই ছাত্রদল নেতা মতিন(২০)ও আতিক(২০)কে মারধর করে।
পরবর্তীতে মতিন এবং আতিক দলবল বেঁধে এসে বিনামিনকে (৩০) মারধর করে।বিনামিন(৩০)কে মারধর করেছে এমন খবর পেয়ে বিকাল ৪টার দিকে বিনামিনের পরিবারের স্বজনেরা এসে মতিন ও আতিককে খুঁজতে থাকে।
এক পর্যায়ে আতিকের খোঁজে আতিকের বাড়ি পর্যন্ত যায়। বিনামিনের লোকজন থানায় বিষয়টি নিয়ে যায় ফেরার পথে উপজেলা মন্দিরের সামনে আতিকের বন্ধু ছাত্রদল নেতা মোস্তাকিম(২০)কে পেলে বেরধক মারধর করে।
মহুর্তেই ডাকবাংলো মোড় রণক্ষেত্র তৈরী হয়। খবরপেয়ে থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়।
উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বিনামিনের পরিবারের ইমরুল(৫০) কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা দিয়েছি। ১ জন কে রেফার্ড দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে। বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদের মারধর শুরু করেন। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
বিনামিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।