
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে বালতির পানিতে ডুবে আফিম উদ্দিন নামে ১৪ মাসের এক শিশু মঙ্গলবার বিকাল ৪ টার সময় মারা গেছে।
আফিম উদ্দিন হলো ঔই গ্রামের পল্লী চিকিৎসক নাসিম উদ্দিনের ছেলে। পারিবারিক ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে চারটার দিকে বাড়ির আঙ্গিনায় টিউবওয়েলের পাশে একটি বড় বালতি ভর্তি বৃষ্টির পানি ছিল।
শিশু আফিম উদ্দিন সবার অজান্তে বালতির পানিতে নেমে খেলা করছিল। এ সময় সে বালতির মধ্যে ঢুকে গেলে সংগে সংগে মারা যায়।অনেক খোঁজাখুঁজির পর তাকে বালতির পানিতে মৃত্যু অবস্থায পাওয়া যায়।