
—ছবি মুক্ত প্রভাত
মায়ের হাতে দুধ ভাত খেয়ে পড়তে গিয়েছিল রাফি। হঠাৎ প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়। একবার বমি হওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। হাসপাতালে আনতেই মারা যায় শিশু রাফি।
রাফির মৃত্যুর বিষয়টি মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছেন- শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক সাকির হোসেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলা জয়নগর প্রি-ক্যাডেট স্কুলে শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটে। ওই শিশু কয়রার ফুলতলা এলাকার আনিছুর রহমান রিপন গাজীর পুত্র ও জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
শিশুর চাচী শ্যামনগর থানায় কর্তব্যরত নারী পুলিশ সদস্য অরাজিতা জানান, স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ শিশুর মাথা ব্যাথা শুরু হয়। এসময় বমিও করে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, রাফি স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র। সে সকালে বিদ্যালয়ে এসে অসুস্থ পড়ে। শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান। শিশুটির মৃত্যু ভেঙে পড়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।