
‘জয় বাংলা’শ্লোগান বাচিয়ে রাখবে পশ্চিমবঙ্গের মানুষ; মমতা
বাংলাদেশ থেকে জয় বাংলা শ্লোগান বর্তমানে নেই বললেই চলে। কেননা আওয়ামী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই শ্লোগান বেশ চলত। র্যালি, সমাবেশ, মিটিং মিছিলে জয় বাংলা শ্লোগানেই উপরে কোনো শ্লোগান বলতে শোনা যায়নি। ধরে নেওয়া হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এই জয়বাংলা শ্লোগান বাংলাদেশ থেকে প্রায় উঠে গেছে। জয় বাংলা শ্লোগান এখন অতীত। তবে পশ্চিমবঙ্গে জয় বাংলা শ্লোগান এখনো বেঁচে আছে।
গেল বছরের জুলাই আগষ্টে ছাত্র জনতার বিক্ষোভে তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারায়। পরে তাকে সেনাবাহিনী সামরিক হেলিকাপ্টারে পালাতে হয় ভারতে। সেই থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
আওয়ামীদলটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়ে বিক্ষোভ চললেও বর্তমানে এখন আওমীলীগের জয় বাংলা শ্লোগান নিয়ে টকশো সহ বিভিন্ন বিক্ষোভে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে।
শেষপর্যন্ত সেটি ব্যান্ড করে দিতে নানামুখি উদ্যোগ নিয়েছে ছাত্র জনতাসহ বাংলাদেশের উপদেষ্টা সরকার ।
বর্তমানে জয়বাংলা শ্লোগান বাতিলের বিষয়ে তারা দারস্থ হয়েছেন আদালতের। এদিকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে ছড়িয়েছে জয়বাংলা শ্লোগান বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হচ্ছে।
এমন খবর রীতিমতো সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে।
ভারতের পশ্চিবঙ্গের বর্ষিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন খবরের প্রতিক্রিয়ায় তিনি জানান, ভারতে জয় বাংলা শ্লোগান আছে এবং থাকবে। আমরা আমাদের মাঝে পশ্চিমবঙ্গ এর মানুষের মাঝে জয় বাংলা শ্লোগান বাচিয়ে রাখবো। বাংলাদেশের থাকবে কি থাকবে না সেটা আমাদের দেখার বিষয় না। আমরা জয় বাংলা শ্লোগান নিজেদের মধ্যে আগলে রাখবো এবং সবার মনে প্রাণে থাকবে জয়বাংলা।
বাংলাদেশে ২০২০ সালে হাইকোর্টের দুই বিচারপতি জয় বাংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কবি নজরুলের বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য জয় বাংলা শ্লোগান দেওয়া হয়েছিল। এই শ্লোগান বন্ধে আদালতের রায়ের অপেক্ষায় আছে জয় বাংলা শ্লোগান বন্ধের অনুসারীরা।