
—ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। এই তালিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের অনুসন্ধানের ভিত্তিতে। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের এই অবস্থান ছিল ১০তম।
চার ধাপ এগিয়ে যাওয়ার কারণ এই দেশে দুর্নীতি কমেছে, তা নয়। বরং বাংলাদেশ নম্বর আরো কম পেয়েছে।
২০২৩ সালে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ২৪। গত বছর পেয়েছে ২৩। এর মানে হলো—দুর্নীতি বাড়ায় বাংলাদেশের স্কোর ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এক কমেয়েছে। কিন্তু অন্য দেশ আরো খারাপ করায় সূচকে চবার ধাপ এগিয়েছে বাংলাদেশ।
২০২৪ সালে ডেনমার্কে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে। আর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ সুদানে।