
-ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে প্রতিষ্ঠিত ‘‘গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাব’’ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে নতুন কমিটির জন্য নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটি গঠনের জন্য আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীগণ তাদের নির্বাচনী পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন জমা দিতে পারবেন ১৪ ও ১৫ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন ১৬ ফেব্রুয়ারি। যাচাই বাছাই শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।
এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।