
গুরুদাসপুর (নাটোর). সেবা গ্রহিতার হাতে ডিজিটাল খতিয়ান ও ডিসিআর তুলে দিচ্ছেন জেলাা প্রশাসক।-ছবি মুক্ত প্রভাত
পাতা খাতুন, মরিয়ম বেগম ও জহুরুল ইসলামসহ দশজন পেলেন ডিজিটাল খতিয়ান ও ডিসিআর। ডিজিটাল ভূমিসেবার আওতায় ২৫ দিনের মধ্যে তাদের জমির নামজারি সম্পন্ন করা হয়েছে। এতে রাজস্ব আদায়ের পাশাপাশি স্বল্প সময়ে হয়রানি মুক্ত ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত হয়েছে।
ভূমি সপ্তাহ উপলক্ষ্যে গুরুদাসপুর উপজেলা ভূমি কার্যালয়ে সোমবার বিকালে ওই দশজন নাগরিকের হাতে এসব ডিজিটাল খতিয়ান ও ডিসিআর তুলে দেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁইঞা। একইসাথে ভূমি অফিসের গোলঘরও উদ্বোধন করা হয়।
প্রধানন্ত্রীর উদ্বৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মূল চারটি স্তরে উন্নয়ন করতে হবে। তারই একটি হলো-নাগরিকদের ডিজিটালাইজেশনের মাধ্যমে স্মার্ট করে গড়ে তোলা। স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া যাবেনা। একারণে নাগরিকদের স্মার্ট হতে স্মার্ট ভূমি সেবার আওতায় আনা হচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে- গুরুদাসপুর উপজেলা ভুমি অফিসের আয়োজনে সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৩ টায় ভূমি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দালাল ও হয়রানীমুক্ত ভূমি সেবার আওতায় আনতে সপ্তাহব্যাপী (২২ মে থেকে ২৮ মে) এই কার্যক্রম চালানো হবে। ভূমি সেবা সপ্তাহজুড়ে নাগরিকরা ভূমি সংক্রান্ত সব বিষয়ে জানতে এবং সেবা গ্রহণ করতে পারবেন।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন শেষে ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, রবিউল করিম, জনপ্রতিনিধি, সাংবাদিক, সেবা গ্রহিতাসহ নানা শ্রেণি পেশার মানুষ।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল জানান, ভূমিসেবা পেতে নাগরিকদের হয়রানী বন্ধ, দালালমুক্ত সেবা ও ভূমি অধিকার সচেতনতা সৃষ্টি, ঘরে বসে খাজনা প্রদান, ই-নামজারিসহ নানা বিষয়ে প্রচারণা চলবে সপ্তাহজুড়ে।