
—ছবি মুক্ত প্রভাত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এর অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটায় ডেভিল হান্ট' অপারেশনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার সাঘাটা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযান চলমান আছে। আরও কেউ গ্রেফতার বা আটক হলে পরবর্তীতে আপডেট জানানো হবে।
উল্লেখ, ডেভিল হান্ট অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।