
"স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়" এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহানউদ্দিন মিঠু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, সাব-রেজিস্ট্রার মহিউদ্দীন, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য সুধীজন ৷
২২ থেকে ২৮ মে এই সেবা সপ্তাহ চলবে।