
—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, কৃষকের টাকা লুট করে শেখ হাসিনা ও তার পরিবার বিদেশে কোটিকোটি টাকা পাচার করেছে।
কৃষকের টাকা পাচার করে একএক জনে ৬শ বাড়ির মালিক হয়েছে। এই শেখ হাসিনা এতো পরিমান টাকা পাচার করেছে বিদেশে,যা বিট্রিশ সরকারো এতো টাকা পাচার করেনি।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কৃষক সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ যে পরিমান টাকা পাচার করেছে তা দিয়ে আমরা ৪০টি পদ্মা সেতু নির্মান করতে পাড়তাম।
বিএনপি ক্ষমতায় এলে কৃষকের জন্য কাজ করবে দাবি করে এই কৃষকদলের নেতা বলেন,আমাদের নেতা তারেক রহমান বলেছেন,বিএনপি যদি এবারে জনগনের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পাড়ে তাহলে প্রথম কাজ হবে কৃষকের অগ্রাধিকার।
কৃষকের জন্য শষ্য বিমা করা হবে। যদি কোন কারণে কৃষকের ফসলের ক্ষতি হয়ে যায় তাহলে রাষ্ট্র দ্বায়িত্ব নিবে কৃষকের ক্ষতিপূরণ দেবার। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। বাজারদরের যে সিন্ডিকেট সেটি ভেঙ্গে দিয়ে বিএনপি।
সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে কৃষকদলের এই নেতা বলেন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে,অনেকেই বলতেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে নাহ। জিয়া পরিবারকে মাইনাস করতে হবে সেই ষড়যন্ত্র এখনো বন্ধ নেই।
৫ অগস্টের সব পরিবর্তন হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি দাবি করে তিনি বলেন,এখনো কোন জিনিসপত্রের দাম কমেনি,মানুষ নিরাপত্তা পাচ্ছেনা,ঠিক মতো চলাচল করতে পাড়েনা। এখনো মানুষের অভাব যায়নি।
এখনো যদি এসব নাই ঠিক হয় তাহলে সেই সরকার দিয়ে আমরা কি করবো ?? সেই পরিবর্তন বা সংস্কার দিয়েই বা কি করবো.?? তাই ভালো ভালো দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে বলেন তিনি।
এসময় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন গান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক রফিকুল মজিদ,কৃষিবিদ পারভিন আক্তার,ঠাকুরগাঁও কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান উজ্জল সহ জেলা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।