
—ছবি সংগৃহিত
ফরচুন বরিশালর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এবারের বিপিএলের পর্দা নেমেছে। তবে এবারের বিপিএলে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক। সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর বিদেশী ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছিলেন।
শুধু তাই নয়, দেশে ফেরার বিমান টিকিটিও যথা সময়ে পাননি রাজশাহীর বিদেশী ক্রিকেটাররা। এতে বিদেশী ক্রিকেটারদের কাছে ক্ষুন্য হয়েছে বিপিএলের ভাবমুর্তি। বিব্রত পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আসর থেকে বিপিএলে অংশ নেওয়া বিদেশীদের ব্যবস্থাপনার দায়িত্ব নিজেরাই করবে বিসিবি।
এক বিবৃতিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, লজিস্টিক সাপোর্ট, ফ্রাঞ্চাইজিগুলোর অর্থনৈতক প্রটোকল, খেলোয়ারদের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবেন। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ফির দায়িত্ব বিসিবি গ্রহন করবে এবং যথা সময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।
বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভেজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রতিকে প্রমান করে। আর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।