
—ছবি মুক্ত প্রভাত
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া চরের দক্ষিণ খেয়াঘাট সংলগ্ন কাঠের ব্রিজটি চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে এটি পারাপারে চরম ঝুঁকি তৈরি হয়।
এ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠেেন নজরে এলে স্বতঃস্ফূর্তভাবে ব্রিজটি মেরামতের দায়িত্ব নেয়।
ব্রিজ সংস্কারের পর স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় থাকা কাঠের ব্রিজটি ও আশপাশের রাস্তা মেরামত করে, হাজারো খেয়া পাড়ের মানুষ ও মোটরসাইকেল চালকদের যাতায়াতের অসুবিধা অনেকাংশে দূর করা হয়েছে।
আরেক স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, এই ব্রিজটি ভাঙা নড়বড়ে থাকায় আমাদের অনেক কষ্ট হতো। ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের কাজেও সমস্যা হচ্ছিল। স্বেচ্ছাসেবীরা আমাদের জন্য যা করেছে, তা আমরা কখনও ভুলবো না।"
সেচ্ছাসেবী সংগঠন বালুসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আকবার হোসেন আসিফ বলেন, সংগঠনের সদস্যরা নিজেরাই অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় কাঠ ও সরঞ্জাম জোগাড় করেন। একদিনের প্রচেষ্টায় তারা ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন।
এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ব্রিজের ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, ভবিষ্যতে সরকারিভাবে টেকসই সেতু নির্মাণ করা হবে, যাতে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়।