
—ছবি উপজেলা নির্বাহী কর্মকর্তার সৌজন্যে
পুকুর খনন মহামারী আকার ধারণ করার আগেই কঠোর ব্যবস্থা নিচ্ছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন। এরমধ্যে অবৈধভাবে পুকুর খননের অপরাধে জেল-জরিমানা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগতরাত ১২ টার দিকে উপজেলার নাজিরপুুর ইউনিয়নের নাজিরপুর ডোবারপাড়ায় অভিযান চালানো হয়।
এ সময় পুকুর খননের দায়ে তিন ব্যক্তিকে ২ লাখ ২০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এর আগে নাজিরপুর এলাকায় পুকুর খননের দায়ে আরো একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, কোনোভাবেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। পুকুর খনন রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তিনি। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শও দেন তিনি।
মুক্ত/আরআই