
—ছবি মুক্ত প্রভাত
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের অংশ হিসেবে এক্সকেভটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে শহরের কান্দিভিটুয়ার দলীয় কার্যালয় ভাঙচুর শুরু করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, শহরের কান্দিভিটুয়ার একটি একতলা ভবনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চালানো হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালিয়ে যান। তবে ৫ আগস্টের পর এই কার্যালয়ে হামলার ঘটনা ঘটেনি।
বুধবার ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের পর বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে একটি এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।
বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তৌফিক নিয়াজ বলেন, ঢাকায় চলছে স্বৈরাশাসকের আঁতুঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ। তারই অংশ হিসেবে নাটোরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্বৈরাচারীদের কার্যালয় নিশ্চিহ্ন করছে।
তিনি বলেন, বৈষম্যবিরোধীরা চায় দেশের কোথাও যেন স্বৈরাশাসকের চিহ্ন না থাকে। স্বৈশাসকরা মাথাচারা দিলে বা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করলে এভাবেই তা রুখে দিবে ছাত্র-জনতা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, আওয়ামী লীগের কার্যালয় বাঙচুর হলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।