
—ছবি মুক্ত প্রভাত
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে রাতভর আগুন, ভাঙচুরের পর আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাড়িটি ভাঙা হচ্ছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে যেসব বিক্ষোভকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর করে, তাদের অনেককেই আজও দেখা গেছে।।
এর আগে বুধবার রাত ৯ টার দিকে সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। ভাঙচুরের পর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটি। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন। বুলডুজার দিয়ে পুরো অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে।
এর আগে ৫ আগস্টও ৩২ নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেথৎখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়। একই সঙ্গে পাশপাশি মার্চ ফর টু ধানমন্ডি কর্মসূচির ঘোষণাও করা হয়।
আজ রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা রয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে আজ বেকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হামিদ। সে অনুযায়ি আজ রাত ৯ টার দিকে ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা বলা হয়। তবে কর্মসূচি এগিয়ে এনে রাত ৮ টার দিকে বাড়িটিতে গিয়ে বিক্ষোভ-ভাঙচুর এবং আগ্নিসংযোগ করা হয়।