
উল্লাপাড়া (সিরাজগঞ্জ). খাল খননের দাবিতে মহাসড়কে কৃষকরা মানববন্ধন করেছেন।—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিল এলাকায় খাল খননের দাবিতে বুধবার বিকেলে এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকেরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে গণ সমাবেশ ও মানববন্ধন করে।
এই বিল এলাকায় সরকারি নিয়মনীতি না মেনে অবৈধভাবে ৫ শতাধিক পুকুর খনন করায় অন্ততঃ এই বিল এলাকার ২ হাজার বিঘা আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে এসব জমিতে কোন প্রকার ফসল চাষ সম্ভব হচ্ছে না। এতে জমির মালিকেরা চরম বিপদের মধ্যে পড়েছেন। এ ব্যাপারে কৃষকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন জানালেও কোন কাজ হচ্ছে না। গণসমাবেশে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুল আজিজ, আবু তাহের, আব্দুল জলিল প্রমুখ।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ). খাল খননের দাবিতে মহাসড়কে কৃষকরা মানববন্ধন করেছেন।—ছবি মুক্ত প্রভাত
বক্তাগণ এলাকার কৃষকদের বাঁচাতে অবিলম্বে এই বিলে জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননের দাবি জানান। এদিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করায় ঢাকা থেকে রাজশাহী ও নাটোরগামী এবং রাজশাহী থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী কোচগুলো দুই পাশে আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা রাস্তা ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালহে মোহাম্মদ হাসনাত জানান, কচিয়ার বিলে জলাবদ্ধতার বিষয়ে প্রশাসন অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি দ্রুতই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।