
—ছবি মুক্ত প্রভাত
কক্সবাজারের চকরিয়ায় হারবাং রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ২ মিনিট ট্রেন স্টপেজ করবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরুলে এক মাসের জন্য চট্টগ্রাম-কক্সবাজার গামী ট্রেন ২ টি চকরিয়ার হারবাং রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ বা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ। এটি চকরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সে দাবির প্রেক্ষিতে রেল কতৃপক্ষ এ সিদ্ধান্ত নেই।
রেল কতৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক জানান, আমরা প্রাথমিকভাবে ১মাসের জন্য চট্রগ্রাম-কক্সবাজারগামী ট্রেন গুলো ২মিনিট করে পরীক্ষামূলকভাবে স্টপেজ বা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
আমরা ১মাস পরীক্ষা করে দেখব হারবাং রেল স্টেশন থেকে ট্রেনের টিকেটের চাহিদা কেমন। তিনি আরো বলেন, টিকেটের চাহিদা যদি কম হয় ট্রেন স্টপেজ করা সম্ভব হবে না। একটা রেল স্টেশন চালু করতে হলে চাহিদামূলক টিকেট বিক্রি থাকতে হবে।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অব এসোসিয়েশন অব চকরিয়ার আহবায়ক সাখাওয়াত হোসেন শিপন বলেন, আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম -কক্সবাজার রেললাইনে চকরিয়ার হারবাং এ পরীক্ষামূলকভাবে রেল স্টেশন চালু হচ্ছে এটা জেনে আমরা আনন্দিত।
আমরা সব সময় চেষ্টা করব হারবাং রেল স্টেশনটি অগণিত টিকেট বিক্রির মাধ্যমে স্থায়ীভাবে চালু রাখার জন্য।
তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মাসের জন্য চট্টগ্রাম- কক্সবাজারগামী ট্রেন গুলো পরীক্ষামূলকভাবে ২মিনিটের জন্য স্টপেজ বা বিরতি দেবে, তাই আমাদের হারবাং রেল স্টেশনের আওতাধীন সবাইকে অনুরোধ করব প্রতিনিয়ত ট্রেনের টিকেট সংগ্রহ করে রেল স্টেশন কাউন্টারটি স্থায়ীভাবে চালু রাখুন। তাহলে আমরা ট্রেন যাত্রার সুবিধা বঞ্চিত হব না ইনশাআল্লাহ।