
—ছবি মুক্ত প্রভাত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহী কলেজে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম উৎসব বাণী অর্চনা ও সরস্বতী পূজা।
পূজা উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে মহারাণী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাস মন্দির প্রাঙ্গন।
সকাল ৮ টায় কলেজ মন্দিরে ধূপ, দীপ জ্বেলে প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে রবিবার রাত ৯ টায় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর পার্থ সারথি বিশ্বাস পূজার কার্যক্রমের উদ্বোধন করেন।
পূজা শুরু হওয়ার সাথে সাথেই ঢাকের তালে আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস মন্দির প্রাঙ্গণ। সারাদিন অঞ্জলি বিতরণ এবং দুই পর্বের প্রসাদ বিতরণের সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা উদযাপন করা হয়। এছাড়াও কলেজের মুসলিম শিক্ষার্থীদের তাদের হিন্দু বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।
সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী দেবী পৃথিবীতে আসেন।