
-ছবি মুক্ত প্রভাত
সোমবার বেলা ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিনচরা বাজারের পাশে রত্ন পরিবহনের একটি বাস উল্টে গেলে সেলিম রেজা (৪৬) নামের একজন যাত্রী নিহত হন এবং আহত হন আরো ৭ যাত্রী। সেলিম রেজা উল্লাপাড়ার দাদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে যাত্রীবাহী বাসটি শাহজাদপুর থেকে রাজশাহী যাচ্ছিল। হরিনচার বাজারের পাশে পৌঁছিলে চালক নিয়ন্ত্রন হারায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে গিয়ে পড়ে।
সেলিম রেজা বাসের নিচে চাপা পড়ে সঙ্গে সঙ্গে মারা যান। আহতদেরর স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্ধার ক্রেন এনে বাসটিকে রাস্তার পাশ থেকে তোলা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সেলিম রেজার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।