
—ছবি সংগৃহিত
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। আজও কলেজের ফটকে জড়ো হচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা। উপস্থিতি বাড়লে অবরোধ করা হবে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের ব্যপারে শিক্ষা উপদেষ্টা তার সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের মতো কোনো সিদ্ধান্ত নেবেনা।
দাবি আদায়ে শিক্ষার্থীরা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে সর্বত্মক অবরোধ ও সার্টডাউনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই লক্ষ্যেই শিক্ষার্থী তিতুমীর কলেজের প্রধান ফটকে জড়ো হচ্ছেন।
পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচি অনুযায়ী ১১ ঘন্টা অবরোধ করার কথা। তবে দুপুর ১২টা পর্যন্ত মহাখালী আমতলী মোড়, রেল ক্রসিং, গুলশান মোড় এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করেননি।