
—ছবি মুক্ত প্রভাত
রাজশাহীর বাগমারায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে শনিবার (১ফেব্রুয়ারী) রাত আটটার দিকে নিজ বাড়ির সামনে যুবদল কর্মী সাদ্দাম হোসেন (৩৪) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গ্রামবাসী একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল মান্নান কে আটক করে পুলিশে দিয়েছে।
জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে যুবদল কর্মী সাদ্দাম হোসেন স্থানীয় বাজার থেকে বাড়িতে যাবার পথে রাতের আঁধারে দুর্বত্তদের হামলার শিকার হন।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আব্দুল মান্নান কে আটক করে। আরো আট দশজন পালিয়ে যায় বলে জানা গেছে।স্থানীয়দের ভাষ্যমতে, আটককৃত আব্দুল মান্নান বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা লুৎফর রহমানের ক্যাডার বাহিনীর প্রধান ছিল।
সে লুৎফর চেয়ারম্যান, তার ভাই জব্বার ও রফিকের নির্দেশে ওই যুবদল কর্মীর উপর হামলা চালিয়েছে। ২০১৮ সালেও তার উপর হামলা চালিয়েছিল একই বাহিনী।
বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শনিবার রাত আটটার দিকে যুবদল কর্মীর উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। গ্রামবাসী একজন কে ধরে পুলিশে দিয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে।হামলাকারীরা লুৎফর চেয়ারম্যানের পেটুয়া বাহিনীর সদস্য বলে জানান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।