
রমজানে কোন ৭ ইমাম মসজিদুল হারামে তারাবি পড়াবেন
এবছর পহেলা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেয়া হয়েছে।
মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত ৭ ইমাম হলেন -শেখ আব্দুর রহমান, আস সুদাইস, শায়খ মাহের আলী শেখ, আব্দুল্লাহ জুহানি, শেখ বন্দর বালিলাহ, শেখ ইয়াসির দোসারি, শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসান ।
মসজিদুল হারাম কর্তৃপক্ষ জানিয়েছেন- খুব শিগগিরই রমজান মাসের সালাতুল তারাবি নামাজের পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা ও প্রকাশ করা হবে। বিশ্বের মুসলমানরা মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পবিত্র রমজানের এই মাসে মসজিদে মুসল্লিরা যেন তার সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন তার সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে । পাশাপাশি মক্কার মসজিদে তারাবির নামাজ যেন বেশি বেশি আদায় করা যায় সেদিকে লক্ষ্য রাখা হবে।
এগুলো বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয় যাতে বিশ্বের মুসলানরা ঘরে বসে মসজিদুল হারামের তারাবির নামাজ দেখতে পায়। এছাড়া লাখ লাখ মুসলমান পুরো পবিত্র মাসে ওমরা পালনের জন্য সৌদি আরবে আসেন এজন্য মসজিদে তারাবি পরিচালনার জন্য ইমাম নিয়োগের কাজটি শেষ করা হলো।
সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এই নামাজ বাধ্যতামূলক নয়। তবে এটি তাহাজ্জুদের সমতুল্য বিশেষ রাতের নামাজ। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) তাহাজ্জতের নির্ধারিত সময় কয় ঘন্টা আগে জামাতে তারাবির নামাজ আদায় করতেন।