
—ছবি মুক্ত প্রভাত
জামালপুরের বকশিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল লতিফ দুলু (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার বগারচর উত্তর সারমারা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল লতিফ দুলু বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বোরো চাষের জন্য নিজের জমিতে কাজ করার সময় একই গ্রামের আফিল মন্ডলের ছেলে আজাহার আলী, আকুয়াত হোসেন ও সোলায়মান হোসেনের লোকজন তার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে বাঁশের লাঠির আঘাতে আব্দুল লতিফ দুলু ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বকশিগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, আব্দুল লতিফ দুলুর সাথে আজাহান আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে হিমাজল হোসেনের ছেলে সোলায়মান হোসেন নামে একজনকে আটক করে পুলিশ।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোলায়মান নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।