
—ছবি মুক্ত প্রভাত
নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে তিন জেলার চাষীরা। টমেটো ও আমের পাল্পের উপর বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চাষীরা বিক্ষোভ করে এই কর্মসূচী পালন করে।
বিক্ষোভে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের টমেটো চাষী ও ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। এসময় চাষীদের বিক্ষোভ রাজশাহী- ঢাকা রুটের এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপি চলা বিক্ষোভ শেষ হলে ফের এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চাষীরা জানান, গত ৯জানুয়ারী এনবিআর শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) ও ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫শতাংশ আরোপ করে। ফলে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহ ২৮ জানুয়ারী থেকে হঠাৎ করে চাষীদের কাছ থেকে টমেটো সংগ্রহ বন্ধ করে দেয়।
এতে করে ভরা মৌসুমে চাষীরা টমেটো বিক্রি করতে পারছেন না এবং টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে। তাই টমেটো ও আমের পাল্পের উপর বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে বুধবার রাজশাহী অঞ্চলের তিন জেলার কৃষক ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে।
গোদাগাড়ীর টমেটো চাষী ইফতেখার আলম মুন্না বলেন, এ সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক কৃষক, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবন মানে প্রভাব পড়বে। এতে তাদের জন্য ক্ষতিকর হবে। তাই দ্রুত এ খাতের বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান তারা। শুধু তাই নয়, ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে অনেক কৃষকের টমেটো খেতে নষ্ট হচ্ছে।
নাটোরের টমেটো চাষী বাবু জানান, ১৫ শতাংশ ট্যাক্স বৃদ্ধির কারণে আমরা পণ্য বিক্রি করতে পারছি না। এর ফলে আমাদের কৃষি পণ্য জমিতে নষ্ট হচ্ছে। আমাদের প্রত্যাশা অবিলম্বে এই ভ্যাট যেন প্রত্যাহার করা হয়। কৃষি পণ্যের উপরে ভ্যাট, ট্যাক্স না করলে কৃষক ও ব্যবসায়ীরা সমস্যায় পড়বে। ফলে কৃষিপণ্য উৎপাদন ও বিপণন ব্যাহত হবে।
নাটোরের ব্যবসায়ীরা বলেন, করোনার ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধির এ উদ্যোগ মোটেও যুক্তিসঙ্গত নয়। ফলে ভোক্তা চাহিদা কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং ডলার বাজারে অস্থিরতার কারণে কৃষি প্রক্রিয়াজাত খাত ইতিমধ্যেই চাপে আছে।
ভ্যাট বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য খাদ্যপণ্য কেনা আরও কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আন্দোলনের সমন্বয়ক ও নাটোরের ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, ‘আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলার কৃষকরা অংশ নেয়। তাদের সকলের দাবি এ ভ্যাট, ট্যাক্স প্রত্যাহার না করা হলে আগামীতে মহাসড়ক অবরোধ করে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।’
উল্লেখ্য, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি টমেটো চাষ হয় জেলার গোদাগাড়ী উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহীতে মোট ৩ হাজার ৬৬০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ২৫০ মেট্রিক টন।
এছাড়া নাটোর জেলায় টমেটোর চাষাবাদ হয়েছে ১৭৬ হেক্টর জমিতে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজাট ৮৭২ মেট্রিক টন।