
কালভার্ট বন্ধ করে পুকুর খনন; দুশ্চিন্তায় গ্রামবাসী
নওগাঁর বদলগাছীতে বর্ষাকালে মাঠের একমাত্র পানি নিস্কাশনের পথ কালভার্ট ব্রিজের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন করায় আমন ধান চাষ করা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসী।
মাঠের কালভার্টের মুখ বন্ধ করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল মাঠে। অভিযোগের ভিত্তিতে গত ২৬শে জানুয়ারি রবিবার সংবাদ সংগ্রহকালে সরেজমিনে গিয়ে দেখা যায় দোনইল চাঁনপুর সড়কের কালভার্ট ব্রিজের মুখ মাটি ও বেড়া দিয়ে বন্ধ করে পুকুর খনন করা হচ্ছে।
এতে যেমন সড়ক হুমকীর মুখে পড়েছে। তেমনি মাঠের এপার ও ওপারের দুই প্রান্তের পানি বেরে হওয়ার কোন পথ নেই। স্থানীয় দোনইল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জুয়েল হোসেন, ইনছের আলী, নয়ন কৃষ্ণ জানান এক সপ্তাহ আগে রাতের আঁধারে ভিকো মেশিন দিয়ে পুকুর খনন করেছে প্রভাবশালী বদিউল।
আমরা এর প্রতিবাদ জানালে অবৈধ পুকুর খননকারী বদিউল ইসলাম বলে ডিসি অফিসে অভিযোগ দিয়ে কিছু করতে পারলে করো। আমার কাছে বলে কোনো লাভ হবে না। এ ব্যাপারে গ্রামবাসী মাঠের পানি নিস্কাশনের পথের সুরক্ষা চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।
দোনইল গ্রামবাসীরা আরো জানায়, ব্রীজের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি আটকে থাকবে। এতে প্রায় হাজার বিঘা ফসল ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া পানি নিষ্কাশন হতে না পারলে বাড়িঘরে পানি উঠবে। আমরা গ্রামবাসী এর একটা স্থায়ী সমাধান চাই।
জানতে চাইলে পুকুর খননকারী বদিউল জানায় ইউএনও অফিস থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। ১০ মাস আগে ৭ লাখ টাকা বিঘা জমিটি কিনে পুকুর কেটেছি। আমি মাঠের পানি নিস্কাশনের জন্য পুকুর পাড়ে রিং পাইপ দিব।
কালভার্টের মুখের জমির মুল মালিক অরুপ জানায় ৬ মাস আগে বিক্রি করেছি জমি। এটা পানি যাওয়ার পথ। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, কালভার্টের মুখটি যদি বন্ধ থাকে তাহলে বর্ষা মৌসুমে ঐ মাঠে আমন ধান চাষ ব্যাহত হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার ইসরাত জাহান সনি বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।