
—ছবি মুক্ত প্রভাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকছে না ঢাকার বড় সাতটি কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই কলেজগুলোকে সম্মানজনক পৃথককরণের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ সেশন থেকেই সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এসব কথা বলেন।
ওই বৈঠক শেষে উপাচার্যের কার্যালয়সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়েছেন। এই দাবি পূরণে তারা ৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। ৪ ঘন্টার মধ্যে সমাধান না হলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি দেবেন।
গতকালকের ঘটনার জের ধরে ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে তারা সংবাদ সম্মেলন করছেন। আজ সোমবার দুপুর ১২ টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
৬ দফা দাবির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদত্যাগের কথা বলা হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাত ১১ টা থেকে রাত ২ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেলে আহত হয়েছেন কয়েকজন ছাত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এবং কাদ্যানে গ্রাস নিক্ষেপ করে।
রাতভর ওই ঘটনার পর সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিকে ঘিরে রাজধানীর নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১ টার দিকে নীলক্ষেত এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তখনো সাত কলেজের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেননি।