
অস্থির জাম্মু কাশ্মির; সেনাশিবিরে অতর্কিত হামলা
আজ শনিবার ভারতের জাম্মু-কাশ্মিরে একটি সেনা শিবিরে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে। সন্দেহভাজন সন্ত্রীসীদের সঙ্গে প্রায় আধাঘন্টা গোলাগুলি চলে সেনা সদস্যদের সাথে। এমনই এক খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ।
“তারা প্রতিবেদনে বলেন, কাশ্মিরের কাঠুয়া জেলার পাহাড়ী অঞ্চলে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চলাফেরার গতিবিধি বুঝতে পারে। পরে কাঠুয়া এলাকার অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা মধ্যরাতে সন্ত্রাসীদের উ্দ্দেশ্যে গুলি ছোড়েন। এ সময় সন্ত্রাসীরাও সেনা সদ্যদের ওপর পাল্টা গুলি ছোড়ে।”
আধাঘন্টা ধরে এই গোলাগুলি ছোড়ার ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাহাড়ে বসবাসকারী বলেন, শনিবার মধ্যরাতে সেনা ক্যাম্পের কাছ থেকে গুলির শব্দ শুনতে পায় তারা। একাধারে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত গুলাগুলি হয়। আমরা প্রথমে ভয় পেয়েছিলাম।
বুঝতে পেরে নিরাপদ আশ্রয়ে চলে যাই। সেনাবাহিনীরা অবশ্য সকালে আমাদের আশ্বস্ত করে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন্। সেনাবাহিনীর কর্মকর্তারা জানায়,- কাঠুয়া জেলায় সন্ত্রাসীদের গতিবিধি আগে থেকেই টের পেয়েছিল তারা।
চুড়ান্ত অবস্থান নির্ণয় করে তাদের ওপর গুলি ছুড়ি। প্রথমে আমরা গুলি ছুড়লে তারা তাদের সুবিধামত পজিশনে গিয়ে আমাদের ওপর পাল্টা আক্রমন করে। মধ্যরাত হওয়ায় বেশিসময় আক্রমণ চালাতে পারিনি। আর আমাদের এই ক্যাম্প ছিল অস্থায়ী।
জনবল কম থাকায় ও পর্যাপ্ত প্রস্তুতির কারণেই আমাদের ওপর সরাসরি তারা আক্রমণ করে। আমরাও আক্রমণে পিছু না সরে তাদের দিকে এগুতে থাকলে পাশের ঘন জঙ্গলে তারা পালিয়ে যায়। ওই সেনা কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা সঙ্গে সঙ্গে আমাদের বড় ক্যাম্পে মেসেজ দিয়েছি।
তারা আমাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং তাদের আটক করার অভিযান চলছে। আমরা এখন পর্যন্ত সন্ত্রাসীদের কাউকে ধরতে পারিনি। চেস্টা চালিয়ে যাচ্ছি অচি্রেই ধরা পড়বে সন্ত্রাসীরা। জুম্মু-কাশ্মিরকে অস্থিতিশীল করতে কোনো সন্ত্রাসী বাহিনী পায়তারা চালাচ্ছে। তাদের এ চেষ্টা প্রতিহত করে শিগগিরই তাদের আটক করা হবে।