
সূর্যকে গিলে খাওয়ার মত দানব ১০ নক্ষত্রের সন্ধান
সূর্যের বেশ ১৪ লক্ষ কিলোমিটার এতটাই বড় দিব্যি পৃথিবীর সমান ১৩ লাখ গ্রহের জায়গা হয়ে যাবে | তবে আরো যত বিশাল নক্ষত্র আছে সে তুলনায় সূর্যের আকার আহামরি কিছু নয় |মহাবিশ্বে এমন এমন কিছু নক্ষত্রের সন্ধান পেয়েছেন যেগুলো আঁকার সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড়।
মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র কোনগুলো এমন প্রশ্নটি চলে আসাটাই স্বাভাবিক:
বিকেলেরা এখন পর্যন্ত মহাবিশ্বে যতগুলো বড় বড় নক্ষত্রের সন্ধান পেয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ১০ নক্ষত্র একটি তালিকা প্রকাশ করেছে সাইন্স ফোকাস তালিকা অনুযায়ী ১০টি বড় নক্ষত্র হলো ইউউওয়াই স্কুটি, ডব্লিউ এইচ জি ৬৪, ডব্লিউ এইচ৫১৭০, আর এসজিসি-০১, এফ০১, এইচডি ২৬৯৫৫১, ভিওয়াই ক্যানিস মেজরিস, এইচডি ১২৪৬৩, সিএম ভেলোরম, এবং এইচ স্করপি এবং এইচভি ৮৮৮।
সবকটি আঁকার সূর্যের চেয়ে অনেক বড় মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় লক্ষ্যটির নাম ইউওয়াআই স্কুটি নক্ষত্র সূর্যের চেয়ে ১৭০৮ গুণ চওড়া। এর ব্যাসার্ধ ১২০ কিলোমিটার। স্কুটাম নক্ষত্রেরে অবস্থান পৃথিবীর থেকে প্রায় ৯৫০০ আলোকবর্ষ দূরে স্কুটাম নক্ষত্র মন্ডলের।
এই নক্ষত্র মণ্ডলটি মিল্ক ও আকাশ গঙ্গা নামের ছায়াপথের কেন্দ্রে অবস্থিত। পর্যায়ক্রমে বাকি যে নয়টি গ্রহ রয়েছে তার প্রত্যেকটি গ্রহ এবং এ আকার একেক ধরনের এবং প্রত্যেকটি গ্রহের অবস্থান এক একটি ছায়া পথ থেকে অন্য ছায়াপথের প্রান্তে।