
১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই অবৈধ অভিবাসননে ওপর চরম ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয় অধিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে ১৮ হাজার ভারতীয় যে হিসাবে কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন তাদের চিহ্নিত করেছে। এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এন্ড ফোর্স বা আইসিইউ এর তথ্য মিলে যাচ্ছে।
ভারতীয় অবৈধঅভিবাসী- ছবি সংগৃহিত
গতবছর নভেম্বরে প্রকাশিত তথ্য জানিয়েছিলেন ১৭৯৪ জন ভারতীয়কে প্রত্যয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির পক্ষ থেকে ট্রাম প্রশাসনকে একটি বার্তা দেয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোন ধরনের বাণিজ্যিক বিধি—নিষেধ আরোপ না করে।
দেশে ফিরিয়ে আনার আগে অবৈধ অভিবাসীদের পরিচয় এখন নিষেধ করবে ভারত। এই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা যেহেতু গোপনে চলছে তাই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে চাচ্ছে না।
কিন্তু তারা এটা জানাচ্ছেন যে সংখ্যাটা ১৮০০০ থেকে অনেক বেশি হতে পারে। কারণ ঠিক কতজন ভারতীয় অভিবাসী বৈধ নীতি ছাড়া আমেরিকায় বাস করছেন তার সঠিক সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ভারতের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাটের মত পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো লোকজন।
কত হতে পারে ভারতীয় অবৈধ অভিবাসীর সংখ্যাঃ
যুক্তরাষ্ট্রের তিনটি বিভাগ অবৈধ অভিবাসী চিহ্নিত করে থাকে। অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন, এন্ড ইমিগ্রেশন এন্ড কাস্টম এন্ড ফার্স্ট ম্যান তিনটি বিভাগের ওয়েবসাইট থেকে পাওয়া যায় যে কোন দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে।
বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রের বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে যে কয়েকটি দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী সংখ্যা সব থেকে বেশি। সেই তালিকার উপরের দিকেই রয়েছে ভারত।
প্রকাশিত তথ্যে দেখা গেছে— এশিয়ার দেশগুলোর মধ্যে ওই তালিকায় সবার উপরে রয়েছে চীন। তারপরেই ভারতের স্থান, মেক্সিকোর মতো দেশ। পৃথকভাবে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশনে কাজ থেকে তথ্য পাওয়া যায় যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশের সময় কোন দেশের কত নাগরিক আটক হয়েছেন বা নিজ দেশে তাদের ফেরত পাঠানো হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৮৬২৫ জন ভারতীয় বংশগত এনকাউনটেন্ড হয়েছেন।
তার আগের বছর ২০২৩ শে অক্টোবর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৯০ হাজার ৪১৫ জন এবং তার আগের বছর একই সময়কালে মোট ৯৬১৭ জন ভারতীয় সীমান্তে আটক হয়েছিলেন। এদের সীমান্ত প্রেরণা অনুমতি দেয়া হয়নি।
অবৈধ অভিবাসী নিয়ে কঠোর ট্রাম্পঃ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। লাখ লাখ ক্রিমিনাল এলিয়েন বা বহিদেশীয় অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিবেন।
অভাল অফিসে বসে প্রথম দিনের ট্রাম্প প্রতিবেশী কানাডার মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষ আসার থেকে চড়া হারে শুল্ক বসানো হুঁশিয়ারি দিয়েছেন। পহেলা ফেব্রুয়ারি যার হার ২৫ শতাংশ পর্যন্ত হতে পােও বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এই নতুন প্রেসিডেন্ট।