
—ছবি সংগৃহিত
বিপিএলের মাঝ পথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়। অতীতেও এমন হয়েছে। এবারেও সেই চিত্র দেখা গেলো বিপিএলে। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হককে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হচেছ তাসকিন আহমেদকে। সোববার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্ত জানিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহীর অধিনায়ক এনামুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন ভালোভাবে মনোযোগ আরো বাড়াতে পারে সেই জন্য এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে।