
ছবিঃ লেখকের।
ইসলাম একটি একেশ্বরবাদী এবং আব্রাহামিক ধর্ম । কোরআন দ্বারা পরিচালিত যা এমন এক কিতাব যাকে এর অনুসারীরা হবহু আল্লাহর বানী বলে মনে করেন এবং ইসলামের প্রধান নবী মুহাম্মাদ (সঃ) এর প্রদত্ত শিক্ষা পদ্ধতি জীবনাদর্শ 'বলা হয় সুন্নাহ এবং হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে' এর ভিত্তি ।
ইসলামের অনুসারীরা মুহাম্মদ (সাঃ)কে শেষ নবী বলে মনে করেন। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ বা একক স্রষ্টার নিকট নিজেকে সমর্পন করা । অনেকের ধারণা যে মুহাম্মদ (সাঃ)হলেন এই ধর্মের প্রবর্তক ।
তবে মুসলমানদের মতে তিনি এই ধর্মের প্রবর্তক নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল পয়গম্বর । খৃস্টিয় সপ্তম শতকে তিনি এই ধর্ম পুনঃপ্রচার করেন । পবিত্র কোরআন ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ । এই ধর্মে বিশ্বাসীদের মুসলমান বা মুসলিম বলা হয় । পবিত্র কোরআন আল্লাহর বাণী এবং এটি তার কর্তৃক মুহাম্মদ (সঃ) এর নিকট প্রেরিত বলে মুসলমানরা বিশ্বাস করেন ।
তাদের বিশ্বাস অনুসারে মুহাম্মদ (সঃ) শেষ নবী । হাদিসে প্রাপ্ত তার নির্দেশিত কাজ এবং শিক্ষার ভিত্তিতে কোরআনকে ব্যাখ্যা করা হয় । তবে কোনো হাদিসের মর্মার্থ কোরআনের বিরুদ্ধে গেলে তা বাতিল বলে গণ্য হয়।
ইহুদি এবং খৃস্ট ধর্মের ন্যায় ইসলাম ধর্মও ইব্রাহিমীয় । বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা আনুমানিক ধারনা ১৮০ অথবা ১৯০ কোটি হবে এবং তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মাবলম্বী গোষ্ঠী । মুহাম্মদ (সাঃ) ও তার উত্তরসূরীদের প্রচার এবং যুদ্ধ জয়ের ফলশ্রুতিতে ইসলাম দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়েছিল ।
বর্তমানে সমগ্র বিশ্ব জুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া,, পূর্ব আফ্রিকা,, পশ্চিম আফ্রিকা,, মধ্য এশিয়া,, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব ইউরোপে মুসলমানরা বাস করেন । আরবে এ ধর্মের গোড়াপত্তন হলেও অধিকাংশ মুসলমান আন্যাংশ। যুক্তরাজ্যসহ বেশ কিছু বলকান অঞ্চল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম।