
ছবিঃ মুক্ত প্রভাত
রংপুরের বদরগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। যা গতবছরের তুলনায় ৭৬৫হেক্টর বেশি। এখন মাঠে মাঠে চলছে পরিচর্যা। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকুলে থাকলে আলুর বাম্পার ফলন হবে। একই কথা বলেছে উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত মৌসুমে বদরগঞ্জ উপজেলায় মোট ২ হাজার ৭১০ হেক্টর জমিতে আলুচাষ হয়েছে। গত মৌসুমের অর্জনকে লক্ষ্যমাত্রা ধরে এবারের আলু মৌসুম শুরু হয় কৃষি অফিসের। কিন্তু বাজারে আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় চাষিরা ব্যাপকহারে আলু রোপণ করতে থাকেন।
একারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আলুচাষ হয়েছে। যা গত মৌসুমের তুলনায় ৭৬৫ হেক্টর বেশি। রোপণকৃত এসব আলুর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) ও স্থানীয় জাতের আলু রয়েছে। সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা গেছে মাঠে মাঠে চাষিরা আলুক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ বা গাছের গোড়ায় মাটি দিচ্ছেন, কেউ বা দিচ্ছেন উপরি সেচ। আবার অনেকেই স্প্রে মেশিনের সাহায্যে বালাইনাশক স্প্রে করছেন।
উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ এলাকার দক্ষিণপাড়ার চাষি রায়হান আলীর (৩০) সাথে। তিনি দু’একর ৫০ শতক জমিতে তিন জাতের স্থানীয় আলুর চাষ করেছেন। তার আলু গাছের বয়স দু’মাস ছুঁই ছুঁই করছে। তিনি বলেন, আর মাসখানেক পরই তার ক্ষেতের আলু ঘরে উঠবে। একারণে তিনি আগে ভাগেই গাছের গোড়ায় মাটি দেয়া ও সেচ দেয়ার কাজটি সেরে ফেলেছেন।
মুক্ত/আরেফিন