
ছবিঃ সংগৃহীত
হে যুবক! ফিরে এসো তোমার রবের দিকে।যে রব তোমার জন্য সুনিপুণ ভাবে সৃজন করেছে জান্নাত, সেই রব তোমার জন্যই সৃজন করেছে অতঃপর জাহান্নামে শেতাঙ্গর চেয়েও অধিকতর আগুনের লেলিহান শেখা!
হে যুবক!তোমাদের মধ্যে কে এমন আছে যার দুয়ারে আকষ্মিক মৃত্যুর পরোয়ানা উপস্থিত হবে না মালাকুল মউত। অনুভূতিকে শক্ত চাবুকের কষাঘাত করো তোমার হৃদয় দুয়ারে।
ভাই আমার! অনেক তো হলো। আর কত? মিথ্যে মোহ আর নাটুকেপনা ঝেড়ে ফেলে এবার ফিরে এসো। সুপ্ত প্রতিভাগুলোকে গলা টিপে হত্যা কোরো না নিজ হাতে। তোমার মধ্যে যে সুন্দর কুঁড়িটা লুকোনো আছে, সেটাকে অবহেলায় অনাদরে বিনষ্ট হতে দিয়ো না। তাকে পুষ্প হতে দাও।
এমন পুষ্প, যেটা নীরবে-নিভৃতে বেড়ে উঠবে। যার সৌন্দর্য, সুরভিত কোমল হাওয়া—বিমোহিত করবে সবাইকে। হয়তো কেউ তার পাপড়ি ছিঁড়ে নেবে, কেউ-বা তার স্রষ্টার প্রশংসা করবে। হোক না, তাতে কী। প্রাপ্তি তো সব ওপারে। যত পারো সুবাস ছড়িয়ে দাও। স্নিগ্ধ করো বিষাক্ত ধরণিকে। সুরভিত করো দূষিত পবনকে। মানুষ নিশ্বাস নিক প্রাণখুলে। মনভরে।
মুক্ত/ আরেফিন