
—ছবি সংগৃহিত
ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ক্রিকেট জগতে আলোচনার সৃষ্টি করেছিলেন পাকিস্তানের এ্যাকশন বোলার ইহসানউল্লাহ। তবে ইনজুরির কারনে প্রায় দেড়বছর মাঠের বাহিরে থাকতে হয়েছে এই পেসারকে।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এবারে অনুষ্ঠিত হওয়া (১৩ জানুয়ারী) পিএসএলের ড্রাফটে কোনো দল পাননি দ্রুত গতির এই পেসার। ২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানের হয়ে ১৪ ম্যাচ খেলে উইকেট পেয়েছিলেন ২৩ টি। তার বলিং গতি ১৫০ কিলোমিটার। তার বোলিং এ্যাকশনের কারনে ২০২৩ সালের এপ্রিলে তাকে জাতীয় দলে আনা হয়। কিন্তু ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখাচ্ছে না।
মুলত সেই ক্ষোভে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। তিনি বলেন, ‘আমি পিএসএলকে বয়কট করছি’ আমি অবসর নিচ্ছি। আমাকে আর কোনোদিন পিএসএল খেলতে দেখবেন না। আমি আর কোনোদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না। আমি পুরোপুরিভাবে পিএসএল থেকে অবসর নিচ্ছি। আমি ঘরোয়া কিক্রেটে ভালো পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই।
এদিকে মুলতান সুলতানের মালিক আলী তারিন বলেছিলেন ইহসানউল্লাহ নাকি আর কোনো দিন আগের মত গতিতে বোলিং করতে পারবেন না। তাই তাকে নিয়ে কোন দল ভাবছে না। এমনই এক মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছেন ইহসানউল্লাহ।
মুক্ত প্রভাত/এআরএ