
—ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন Cancer Awareness Programme for Women ”CAP” ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিন্টু হাসান।
শনিবার (১২ জানুয়ারি ) সংগঠনটির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদকঃ নাফিসা আক্তার, কোষাধ্যক্ষ: শেখ আকিবুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ শামীম রেজা,সহকারী দপ্তর সম্পাদক মো: মোসাদ্দিকুর রহমান,অর্থ সংগ্রহ সম্পাদক শহীদুল্লাহ্,সহকারী অর্থ সংগ্রহ সম্পাদকঃ রুবায়া হোসেন,যোগাযোগ বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া,সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আল আশিনুর আকাশ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক: মেহেজাবিন আক্তার মহুয়া, সহকারী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জোবাইদা নাসরিন দোলা,ক্যান্সার শিক্ষা সম্পাদক অদিতি ঢালী,আইটি বিষয়ক সম্পাদক শোভন মোহাম্মদ নাহিদ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ নূর আলমকে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন,ক্ষতির কারন "যদি লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়" এই প্রতিপাদ্য সামনে রেখে ক্যাপ কুষ্টিয়া জোন, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলে সচেতনতা মূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। অসচেতনতাই যেন একটিও মা বোন যেনও আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আগামীতে পুরো দেশের মানুষকে সচেতনতা করার লক্ষ্যে ক্যাপ কাজ করে যাচ্ছে।
মুক্ত/আরেফিন